বাঙালি বার্তা ডেস্কঃ শিশু সংগঠন “খেলাঘর” আসরের গৌরবের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও খেলাঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে উপজেলা খেলাঘর আসর সোনাতলা । শুক্রবার সকালে সোনাতলা উপজেলা অডিটরিয়াম (নতুন) এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশফিকুর আলম। এসময় খেলাঘরের পতাকা উত্তোলন করেন হাসনাহেনা খেলাঘর আসরের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও সোনাতলায় খেলাঘর প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব মিসেস নাজিরা আনোয়ার রুনু এবং জাতীয় সংগীত ও খেলাঘরের থিম সং পরিবেশন করে হাসনাহেনা খেলাঘর আসরের সঙ্গীত শিল্পীবৃন্দ। পতাকা উত্তোলন শেষে কেক কর্তন ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষে খেলাঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর আসর সোনাতলা উপজেলা সমন্বয়ক মহসিন আলী তাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার যুগ্ম-আহ্বায়ক আমিনুল আকন্দ, টিজিএসএস এর চেয়ারম্যান মোঃসাইফুল ইসলাম, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা উজ্জল হোসেন খোকন, শিক্ষক নিপুন মহন্ত, শিক্ষক নজরুল উসলাম, আলোর প্রদীপ চেয়ারম্যান এম মেহেরুল, হাসনাহেনা খেলাঘর আসরের সহ-সভাপতি রাশিদা আক্তার, পারুলতলা খেলাঘর আসরের সভাপতি আমিরুল ইসলাম সানি, আলোর প্রদীপ খেলাঘর আসরের সভাপতি বোরহান হাসিব, হাসনাহেনা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নওশীন নাহান নীহা, প্রচার সম্পাদক আহসান কবির মোঃ হাসান, অর্থ সম্পাদক সিরাজুম মনিরা, যুগ্ম-সাঃ সঃ মাইশা মাহজাবীন, সাহিত্য সম্পাদক মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক রাহিজা মনিইমু, সাংস্কৃতিক সম্পাদক প্রজ্ঞা রিতি, সদস্য হান্নান হাদিয়া পুনব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসনাহেনা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শিহাব ।
শেষে প্রতিযোগীদের সনদপত্র প্রদান করা হয়।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় খেলাঘর আসরের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও খেলাঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …