আব্দুর রাজ্জাক , স্টাফ রিপোর্টারঃ দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে বগুড়ার সোনাতলায় গনিয়ারিকান্দি গ্রামে রাস্তার আরসিসি বক্সকালভার্ট ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের আইয়ুব আলী মন্ডলের ইট ভাটার নিকটে গনিয়ারিকান্দি রাস্তায় ১১ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে ১৪ফুট দৈর্ঘের কালভার্টটির ঢালাইকাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম। এ সময় তার সঙ্গে ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব হোসেন মন্ডল, ঠিকাদার সিফাত এন্টার প্রাইজের এসরাতুল ইসলাম মাসুদ, আরিফুর রহমান আরেফীন, ইউপি সদস্য আব্দুর রশিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসের কার্যসহকারী তারেকুল ইসলাম।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …