আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার সকল জনপ্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, প্রয়াত এমপি আব্দুল মান্নানের সহধর্মিনী সাহাদারা মান্নান শিল্পী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামিম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন ও বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন।
Check Also
ধুনটে “বর্ণ বিলাস” পাঠাগারের যাত্রা শুরু
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামে “বর্ণ বিলাস” পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। …