বাঙালি বার্ত ডেস্কঃ জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম শীর্ষক অবহিতকরণ সভা বৃহস্পতিবার দুপুরে সোনাতলা উপজেলা মিলেনিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মণ্ডল, পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,দিগদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী তৈয়ব শামীম,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.রহমত উন্নবী,মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপার ভাইজার মুক্তার উদ্দিন,সামির হোসেন,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুর রাজ্জাক প্রমুখ।
সমগ্র সোনাতলায় আগামী ৩-৭ ফেব্রুয়ারি পাঁচদিন ব্যাপি কুকুরের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম শীর্ষক অবহিতকরণ সভা
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …