ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ সোনাতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পৌর মিলনায়তনে সোনাতলা সাহিত্য-সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে কেক কর্তন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-পরিষদের সদস্য অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান ও উপজেলা শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন এমএম মেহেরুল।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …