আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ “ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ার অংশ নিবো” এই শ্লোগানকে সামনে নিয়ে সোমবার সকাল ১০টায় বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মিলনায়তনে সমবেত হয়। সেখানে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, সোনাতলা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমুল ফেরদৌস নাছিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, উপজেলা পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, সমবায় অফিসার হাওয়া বেগম, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী সোবাহান ইসলাম সুমন প্রমূখ।
Check Also
বগুড়া পৌরসভা নিবার্চনঃ বিএনপি’র মেয়র প্রার্থী বাদশার নির্বাচনী ইস্তেহার ঘোষণা
আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি: আসন্ন বগুড়া পৌরসভা নিবার্চনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের …