বাঙালি বার্তা ডেস্কঃ ‘ভোটার হব, ভোট দেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলেনিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর,উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌসী রুম্পা, খালেদা আকতার ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল । দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী,যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনুসহ অনেকে।
Check Also
সোনাতলা উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা দিলো মানবিক বাংলাদেশ সোসাইটি
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মানবিক বাংলাদেশ সোসাইটি সোনাতলা উপজেলা শাখা কর্তৃক উপজেলা আওয়ামী …