আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিউল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন। প্রতিযোগিতায় নির্বাচিতদের আগামী ১৫ আগষ্ট উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসে্র অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …