ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ সোমবার দুপুরে বগুড়ার সোনাতলায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে ও সোনাতলা থানা পুলিশের সহযোগিতায় জলকামানের সাহায্যে পৌর সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) কুদরাত ই খুদা শুভ। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মাসউদ চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, এসআই আব্দুর রহিম, এসআই মহিউদ্দীন, এসআই জোব্বার, এসআই সোহেল, এ এসআই মোজাম্মেল, এএসআই মাসুদ আহম্মেদ,এএসআই আমিনুল, পৌর কাউন্সিলর তাহেরুল ইসলাম, নিপুন আনোয়ার কাজল, তরিকুল ইসলাম আতিক। জীবানুনাশক স্প্রের আগে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) কুদরাত ই খুদা সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকার অনুরোধ করেন এবং গুজবে কান না দেয়ার আহ্বান জানান। সেইসাথে কোথাও করোনা রোগী পাওয়া গেলে নিকটস্থ হাসপাতালে , উপজেলা প্রশাসনের নিকট , থানায় অথবা আইইডিসিআর প্রদত্ব হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করেন।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …