আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার বগুড়ার সোনাতলায় দুই’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো গাইবন্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের আগাগড়গড়িয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে ফুল মিয়া (৩৫) ও একই এলাকার পাছগড়গড়িয়া গ্রামের খয়বর আলীর ছেলে তারাজুল ইসলাম(৩২)। জেলা গোয়েন্দা অফিস সুত্রে ও সরজমিনে জানা যায়,জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে ইয়াবা ট্যাবলেটগুলো সহ হাতেনাতে ওই দুইজনকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। পরে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …