ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে মঙ্গলবার দু’টি চোরাই গরুসহ আব্দুল মোমিন সাবু (৩৮) নামে এক গরু চোরকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। গ্রেফতারকৃত চোর আব্দুল মোমিন সাবু সারিয়াকান্দি উপজেলার বাড়ুইপাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশ এ অভিযান চালায় এবং গরুসহ গরুচোরকে ধরতে সক্ষম হয়। গত সোমবার দিবাগত গভীর রাতে সোনাতলা উপজেলার হুয়াকুয়া (বকুলতলা) গ্রামের আশরাফ আলীর গোয়ালঘর থেকে দু’টি বকনা গরু চুরি হয়। বিষয়টি সকালে সোনাতলা থানা পুলিশকে অবগত করে আশরাফ আলী। এর প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার বিকেলে শিহিপুর গ্রামে শ্বশুর ছায়েদজামানের বাড়ি থেকে গরুসহ গরুচোর আব্দুল মোমিন সাবুকে গ্রেফতার করে।
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …