আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার গুচ্ছ গ্রামে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজসহ ৪টি সংযোগ সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সোনাতলা ইউনিয়নের চকনন্দন হিন্দু পাড়ায় উপজেলা চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে উদ্বোধন পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, ইউপি সদস্য নাজিম উদ্দিন লাজু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌলী ইমরান রাসেদ, মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,জোড়্গাছা ইউনিয়িন চেয়ারম্যান রুস্তম আলী মণ্ডল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুদুল হাসান রতন, সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ। এর আগে সদর ইউনিয়নের বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক, মধুপুর ইউনিয়নের গাড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক এবং একই ইউনিয়নের পশ্চিম তেকানী মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়কের কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি।
Check Also
বগুড়ার সারিয়াকান্দিতে পুনাকের উদ্যোগে ৩৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সুমন কুমার সাহা, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে ৩৫০টি দরিদ্র শীতার্ত পরিবারের …