আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ‘নগদ’ কর্মীকে ছুরিকাঘাতে টাকা ছিনতাইয়ের মূল রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশসহ নগদ এর উর্ধ্বতন কর্মকর্তারা। জানা যায়, ২৬ মে বুধবার রংপুর থেকে নগদ এর উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম ও সোনাতলা থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সোনাতলা হাসপাতালে আহত নগদ কর্মী আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার সময় তার পড়নের প্যান্ট এবং মোবাইল ফোন যাচাই-বাছাইয়ের জন্য উর্ধ্বতন কর্মকর্তারা নিয়ে যান। এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তারা জানান, ‘ছিনতাই হওয়া টাকা উদ্ধারে এবং ঘটে যাওয়া ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশসহ আমরা মাঠে কাজ করছি। অল্প সময়ের মধ্যেই মূল রহস্য বের হয়ে আসবে বলে জানান উর্ধ্বতন কর্মকর্তারা।’
উল্লেখ্য, গত ২৫ মে মঙ্গলবার সোনাতলা উপজেলার দায়িত্বে থাকা নগদ ডিস্ট্রিবিউটর আজাদ মোকামতলা মিডল্যান্ড ব্যাংক থেকে উত্তোলনকৃত ৬ লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়ে কর্পূর বাজারে যাওয়ার সময় পাচকুড়া ব্রীজের নিকট ছিনতাইকারীদের কবলে পড়ে। আহত নগদ কর্মী আজাদ সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।
Check Also
ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি কমিটি গঠন করা …