মোশাররফ হোসেন মজনু, বিশেষ প্রতিবেদকঃ বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা চত্বরে অভিষেক সভা পূর্ব মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো। প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শামসুল হক,সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু,যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,পাকুল্যা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত,উপজেলা শিক্ষা ফাউন্ডের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহসিন আলী তাহা ও উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো প্রমুখ।
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …