বাঙালি বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় সোনাতলা থানা পুলিশ অভিযুক্ত ৮ ব্যক্তিকে আটক করেছে। বুধবার দিনে ও দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলো- উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামের নবির উদ্দীনের ছেলে হেলাল ব্যাপারী, সামাদ আকন্দের ছেলে নূরে আলম সুমন,শালিখা গ্রামের মৃত কালাটু ব্যাপারীর ছেলে আব্দুল খালেক, পাকুল্লা ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে জার্জিস, দিগদাইড় ইউনিয়নের মহিচরণ গ্রামের ছইমদ্দির ছেলে মুকুল সরদার, বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া গ্রামের মৃত জয়েন উদ্দীনের ছেলে মোশারফ হোসেন, রাখালগাছী গ্রামের মৃত সফাতুল্লার ছেলে মন্তেজার রহমান ও পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের রেজাউল করিমের ছেলে রায়হান। সোনাতলা থানার এসআই বাশির ও এসআই আশরাফুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …