আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ মুুজিব বর্ষ উপলক্ষে বগুড়ার সোনাতলায় সরকার ঘোষিত ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ এর ট্রাকসেল কার্যক্রম এর আওতায় ন্যায্যমূল্যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পৌর এলাকার মাইক্রোবাসস্ট্যান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। এ সময় উপস্থিত ছিলেন, টিসিবি’র ডিলার মেসার্স মা-বাবা ট্রেডাসের্র স্বত্ত¡াধীকারী মোঃ মাছুদুর রহমান, বাঙালি বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন, আবু তাহের খান প্রমূখ। ক্রেতারা সয়াবিন তৈল প্রতিলিটার ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০টাকা ও পেঁয়াজ প্রতি কেজি ৩৫ টাকা দরে ক্রয় করে। উৎসুক জনতা সারিবদ্ধভাবে ন্যায্যমুল্যের জিনিসগুলো ক্রয় করেন।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …