আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ শনিবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামে পূর্বশত্রুতার জেরে মারপিটে উভয়পক্ষে আহত হয়েছে ৮ জন। আহতরা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন, উপজেলার বালুয়া ইউনিয়নের মৃত খালেক প্রাং ছেলে মোঃ বাবর আলী, বাবর আলীর স্ত্রী মোছাঃ জয়নব বেগম, ছেলে আশরাফ আলী(৪৬) ও মানিক মিয়া(২৬), এবং নাতনী আফছানা আক্তার মিমি(১১)। প্রতিপক্ষের আহতরা হলেন- একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সানু মিয়া, সানুর স্ত্রী ও ছেলে। আহত আশরাফ আলী জানায়, তাদের পৈত্রিক জমিতে বাঁশঝাড়ের কয়েকটি বাঁশ প্রতিপক্ষ মৃত শুকুর আলীর ছেলে সানু মিয়ার সীমানার উপর হেলে পরায় সানুর পরিবারের লোকজন এসে বাঁশগুলো কাটতে থাকে। আশরাফ ওই বাঁশ কাটতে বাঁধা দিলে সানু ও তার পরিবারের লোকজন গালাগালি পারতে থাকে। একপর্যায়ে সানুর লোকজন এসে এলোপাথারি ভাবে আমাকে সহ আমার বাবা-মা ছোট ভাই ও মেয়েকে লাঠি দিয়ে মারধর শুরু করে। তিনি আরও বলেন, আমাদের ওই জমা-জমি বিষয়ে থানায় অভিযোগ আছে। এ ব্যাপারে সানু জানায়, ঘর করার প্রয়োজনে আমার সীমানায় আসা বাঁশগুলো আশরাফ আলীকে কাটতে বলি। কিন্তু দীর্ঘদিনেও সে বাঁশ না কাটায় বাধ্য হয়ে আমি সেগুলো কাটতে যাই।
এ সংবাদ লেখা পর্যন্ত সোনাতলা থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
Check Also
বগুড়ায় আমাদের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ আব্দুল ওয়াদু্দ,বগুড়া প্রতিনিধিঃ জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১২ …