বাঙালি বার্তা ডেস্কঃ মঙ্গলবার দুপুরে সারাদেশের মতো বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়। সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,সহ-সভাপতি শাহিদুল বারী খাঁন রব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দীন সরদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম,সোনাতলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম শাহিন । মাধ্যমিক স্কুল, কারিগরি স্কুল ও মাদ্রাসার (৬০টি) শিক্ষার্থীদের মাঝে ৩,২৭,৪০০টি বই এবং ১২৩টি সরকারি প্রাইমারি স্কুল ও ৪৩টি কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৩৫,৬৫০টি বই বিতরণ করা হবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা পৃথক ভাবে এ তথ্য জানিয়েছেন।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …