ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ সোমবার বগুড়া জেলার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের চরাঞ্চলে বন্যায় আক্রান্ত মানুষ, গবাদিপশু ও জিনিসপত্র উদ্ধার তৎপরতা চালিয়েছে উপজেলার আনসার-ভিডিপি সদস্যরা। আনসার-ভিডিপির বগুড়া জেলা কমান্ড্যান্ট মোঃ মেহেদী হাসানের নির্দেশে সোনাতলা উপজেলা আনসার-ভিডিপি অফিসার নাসিমুল ফেরদৌসের গঠিত টিমের সদস্যরা দিনব্যাপী এ উদ্ধার কার্যক্রম চালায়।
উপজেলা আনসার-ভিডিপি অফিসার নাসিমুল ফেরদৌস জানিয়েছেন,‘বন্যা দুর্গত মানুষের সহায়তায় আনসার-ভিডিপি সদস্যদের এধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’