বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলায় বসন্তের প্রথম দিনে দরিদ্র শিশুদের খেলাধুলার আয়োজন করলো সামাজিক সংগঠন আলোর প্রদীপ। উপজেলার কাবিলপুরে সংগঠন কার্যালয় চত্বরে এ খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে খেলাধুলায় অংশগ্রহনকারীদের পুরস্কার ও খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল, যুদ্ধদলিলের জেলা সমন্বয়কারী রাশেদুজ্জামান রণ, বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সাফিউল ইসলাম সাফি, আলোর প্রদীপের সাধারণ সম্পাদক এসএম আহসান কবীর, দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন, সদস্য শামিম ইসলাম, সাজেদুর আবেদীন শান্ত, আরিফ হাসান সঞ্চয়, মালিহা নূরে জান্নাত, রাকিবুল রুশাদ ও স্বর্ণা খাতুন।
Check Also
ড.আজাদুর রহমান এর কবিতা
কোথায় যাবে তুমি, কার কাছে গিয়ে বলবে- ভালবাসি, প্রত্যেকেই ভিখিরি, অসুস্থ্য হয়ে আছে প্রত্যেকের হৃদয়। …