মোশাররফ হোসেন মজনু, বিশেষ প্রতিনিধিঃ সোনাতলায় স্ত্রীকে তালাক দেয়া কেন্দ্র করে স্বামীর বাড়িঘর ভাঙচুর লুটপাট ও মারপিট ঘটনায় দু’পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী গ্রামের শফিকুল ইসলাম তার স্ত্রী শিরিন আকতার সম্পর্কে মিথ্যা কুৎসা রটায়। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। লোকলজ্জায় কিছুদিন আগে শিরিন আকতার কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। এ ব্যাপারে শফিকুল থানায় একটি জিডি করেন। এর কয়েকদিন পর শফিকুল ইসলাম স্ত্রীকে তালাক দেন। গত মঙ্গলবার বিকেলে প্রতিবেশি মুকুল, কোহিনুর ও আনারুলসহ কয়েকজন তালাক দেয়ার কারণ জানতে চেয়ে প্রতিবাদ করে। (ওইদিন শফিকুল ইসলাম বাড়িতে ছিলেন না)। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে শফিকুলের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর টাকা-পয়সা স্বর্নালঙ্কার লুটপাট ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটে। মারপিটে লাজু (৪৫),শাহিন (৩৫),জরিনা (৩৮),সৈয়দন বেওয়া (৬০) ও রফিকুল ইসলাম (৫০) আহত হয় এবং প্রতিপক্ষের আহত হয় কোহিনুর বেগম (৪০), আনারুল (৩০), আতোয়ার (২৮) ও শাহিন (১৮)। আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। এ ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …