ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ মঙ্গলবার দিনব্যাপী সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ভ্যানচালক,দিনমজুর, কামার এবং অসহায় পরিবারের মাঝে চাল,ডাল,আলু,পিয়াজ,সাবান বিতরণ করেছে সোনাতলা উপজেলা প্রশাসন। সোনাতলা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন ও উপজেলা নির্বাহী অফিসার খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে এ সামগ্রীগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ ও প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ১০০ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার আরও১০০ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করা হবে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল,আলু,পিয়াজ,সাবান বিতরণ করলো উপজেলা প্রশাসন
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …