আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিজিএমইএ ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ মিনহাদুজ্জামান লীটন। সোমবার সকাল ৯টায় তিনি বিজিএমইএ ট্রেনিং সেন্টার পরিদর্শন করতে গেলে ট্রেনিং সেন্টারের ইনচার্জ মোঃ জিয়াউল হুদা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ইনচার্জ জিয়াউল হুদা। এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শামিম রাব্বী, ট্রেইনার গোলাম মাওলা সাজু, শাহানুর রহমান, মোছাঃ ফজিলা খাতুন, মোছাঃ নাছিমা খাতুন, অফিস সহকারী ফরিদুল ইসলাম ও মাছুদ সরকার প্রমূখ। উল্লেখ্য বিজিএমইএ ট্রেনিং সেন্টার ২০১২ সাল থেকে মরহুম আব্দুল মান্নান এমপি প্রচেষ্টায় সোনাতলায় কার্যক্রম শুরু হয়। সেই থেকে বিজিএমইএ ট্রেনিং সেন্টারটি সুনামের সহিত অদ্যবধি কার্যক্রম চলছে। এতে করে উপজেলার হতদরিদ্র ছেলে-মেয়েরা প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। ট্রেনিং শেষে যাতায়াত, টিফিন ভাতাসহ সার্টিফিকেট প্রদান এবং শতভাগ গার্মেন্টস এ চাকুরীর ব্যবস্থা করে আসছে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় বিজিএমইএ ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড.লীটন
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …