ইকবাল কবির লেমনঃ সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার (২৬ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত সোনাতলা পৌর এলাকায় ব্যাটারী ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বক্তব্য রাখেন সোনাতলা পৌর মেয়র ও শ্রমিক নেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, এসআই হাফিজুর রহমান, সোনাতলা প্রেসক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সিএনজি চেইন মাস্টার জহুরুল ইসলাম মানিক।
সভায় চলমান লকডাউন পরিস্থিতিতে সরকারি নির্দেশনার আলোকে সোনাতলা পৌর এলাকার ম্যাচ ফ্যাক্টরী মোড়, শাহবাজপুরের শেষ সীমানা,কলাগছিপাড়া,বোচারপুকুর, বালুয়াহাটের শেষ সীমানায় বাঁশের ব্যারিকেড দিয়ে ওই যানবাহনগুলো চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ওই স্থানগুলোতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের এবং স্ব-স্ব এলাকার পৌর ওয়ার্ড কাউন্সিলর ও ইউপি সদস্যরা বিষয়টি তদারকি করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
Check Also
ধুনটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
রাকিবুল ইসলামঃ ‘কৃষি কাজে প্রযুক্তি ধুনটের সমৃদ্ধি’ এই স্লোগানে বগুড়ার ধুনটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন …