আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের রানীর পাড়া গ্রামের এক হতদরিদ্র ভ্যানচালকের শেষ সম্বল ভ্যানসহ বসত বাড়ী আগুনে পুড়ে ছাই হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়,রানীরপাড়া গ্রামের মৃত আনছার আলী বেপারীর ছেলে মোঃ রনি বেপারীর বসত বাড়ীতে গত শনিবার ১৫ ফেব্রুয়ারী দিবাগত রাত্রি অনুমান ১০টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। রনির স্ত্রী সুখী বেগম প্রতি দিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘরে সুয়ে থাকা অবস্থায় ঘরের চালে আগুন দেখতে পেয়ে আগুন আগুন বলে চিৎকার দিয়ে ঘরের বাহিরে আসে। তার চিৎকারে আশে পাশের লোকজন এসে আগুন নিভাতে শুরু করে। সংবাদ পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় জনগন আগুন নিভে ফেলে। ততক্ষণে রনির আয় রোজগারের একমাত্র সম্বল ব্যাটারী চালিত অটোভ্যান গাড়ীসহ বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়। এলাকাবাসীর অনুমান বিদ্যুৎ থেকেই আগুনের সুত্রপাত ঘটতে পারে। এ ব্যাপারে রনির সাথে কথা বলে জানা যায়, বসত বাড়ীর সামান্য জায়গাটুকু ছাড়া মাঠে তার কোন আবাদী জমি নেই। ব্র্যাক থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে সে ওই অটোভ্যান গাড়ীটি ক্রয় করেছিল। ভ্যান চালিয়ে সে ব্র্যাকের কিস্তি ও সংসার চালাতো। বসত বাড়ী ও ভ্যানগাড়ীটি হারিয়ে সে বাকরুদ্ধ হয়ে পরেছে। রনি আরও বলেন ব্র্যাকের কিস্তির টাকা,সংসার চালানোর ও বসত বাড়ী নির্মান করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পরেছে। তাই তিনি সরকারিভাবে ও সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্য কামনা করেছেন।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …