মোশাররফ হোসেন মজনু, বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব করমজা গ্রামে একটি জামে মসজিদের ইমামকে কেন্দ্র করে হামলায় পিতা-পুত্র আহত হয়েছে। এ ঘটনা গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঘটেছে। ওই গ্রামের পাক পাঞ্জাতন সুনিয়া জামে মসজিদের ইমাম মাও.আমির ফেরদৌস জানান, আমি প্রায় দেড় বছর যাবত এই মসজিদের ইমামতি করে আসছি। হঠাৎ করে এই গ্রামের মজনু ও সাইফুল ইসলাম কয়েক দিন আগে আমার সম্পর্কে কটুক্তিমূলক কথাবার্তা বলেন। এর জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মজনু পক্ষের দীপু ও শুভ একই গ্রামের রঞ্জু প্রামানিকের ছেলে ফেরদৌসকে পাশেই একটি ব্রিজের কাছে ডেকে নিয়ে বেদম মারপিট করে। ফেরদৌস সেখান থেকে বাড়ি এসে ঘটনাটি বাড়ির লোকজনকে জানালে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে রাত প্রায় ১০টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে মজনুসহ তার কিছু লোকজন রঞ্জুর বাড়িতে এসে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর লুটপাট ও রঞ্জু প্রামানিক (৬০) ও তার ছেলে শাহ আলমকে (১৬) আহত করেছে। রঞ্জু প্রামানিক সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ও ফেরদৌস প্রাথমিক চিকিৎসা নিয়েছে। রঞ্জু প্রামানিকের ছেলে রুবেল জানান আমাদের প্রতিপক্ষ শুধু বাড়িঘরের ক্ষতিসাধন করেনি। তারা আমাদের ঘরে ঢুকে টাকাসহ অন্য মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে। ওই মসজিদের সভাপতি শামসুল আলম জানান,তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে দুইপক্ষের মধ্যে রঞ্জু প্রামানিকে বাড়িতে মারপিটের ঘটনা ঘটেছে। মারপিট থামাতে গিয়ে নিজেই আঘাত প্রাপ্ত হয়েছি। আমরা দুইপক্ষ ডেকে শিগগির আপোষ মীমাংসার চেষ্টা করছি।
এ ব্যাপারে সোনাতলা থানার এসআই জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ আসলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …