আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়া্র সোনাতলা উপজেলা পরিষদের দক্ষিণ পাশে মাগুরাদহ ব্রীজের নিকট খালে মাছ ধরতে গিয়ে কতিপয় উশৃঙ্খল যুবক কর্তৃক মারপিটে ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ক্যাশিয়ার মোঃ বনি ইয়ামিন (৩৬) গুরুতর আহত হয়েছেন। পরে আহত বনি ইয়ামিনের সহকর্মী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ১লা অক্টোবর মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। আহত পরিবার সুত্রে জানা গেছে, মোঃ বনি ইয়ামিন বগুড়া’র সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামের মকবুল হোসেনের ছেলে। ওই ব্যাংকের চাকুরি করার কারণে পৌর এলাকার আগুনিয়াতাইর গ্রামে জনৈক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। তার পরিবার জানায়, ছোট বেলা থেকেই মোঃ বনি ইয়ামিনের মাছ ধরার নেশা ছিল। এরই কারণে প্রতিদিনের ন্যায় ঘটনার সময় তার প্রতিবেশী জনৈক বিপুলকে সঙ্গে নিয়ে মাছ ধরছিলো। ওই সময় তাকে কতিপয় উশৃঙ্খল যুবক মাছ ধরতে নিষেধ করে। বনি ইয়ামিন প্রতিউত্তর দিলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারপিটে আহত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমার্জেন্সি বিভাগে দায়িত্বে থাকা ডাক্তার জানান, বনি ইয়ামিনের শরীরে মারপিটের দাগ দেখা গেছে, মাথার উপরী ভাগ ফেঁটে গেছে, একাধিক সেলাই দেওয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিষয়টি মৌখিক ভাবে জেনেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …