ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ বগুড়ার সোনাতলা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মুদি ও মনোহারী দোকানে অভিযান পরিচালনা করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুর আলম। তিনি অভিযানকালে ৩ টি দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা করে জরিমানা করেন। ১ টি দোকানে ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা ও ১টি পানের দোকানে সিগারেটের প্যাকেট প্রদর্শন করায় ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় তার সাথে স্যানেটারী ইন্সপেক্টর লুৎফর রহমান ও সাব ইন্সপেক্টর নিরঞ্জন।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …