ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ বুধবার সকালে সোনাতলার পাকুল্লা ইউনিয়নের কর্মহীন ২ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রতি জনের জন্য ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও ১ কেজি আলু। সৈয়দ মোমেনা-মোন্তাজ ফাউন্ডেশনের উদ্যোগে ও সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটনের তত্বাবধানে পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পাকুল্লা উচ্চ বিদ্যালয়ে এ সামগ্রীগুলো বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আবু লায়েছ মোহাম্মদ নাহিদ ও পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতু।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় মোমেনা-মোন্তাজ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. লীটন
Check Also
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী মতিন
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত …