মোশাররফ হোসেন মজনু, বিশেষ প্রতিনিধিঃ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি) মৎস্য দপ্তরের আওতায় সোনাতলা উপজেলার ১৪ জন সিআইজি সদস্যের (মৎস্য খামারী) মাঝে মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপকরণ হিসেবে সাত বস্তা করে মাছের খাদ্য ও একটি করে সাইনবোর্ড (বিনামূল্যে) বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নান,রোকসানা ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনুসহ অনেকে। ইতিপূর্বে ওই ১৪জন সিআইজি সদস্যের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …