বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলায় লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছেন সংখ্যালঘু এক ব্যক্তি। মঙ্গলবার সকালে সোনাতলা থানায় সোনাতলা উপজেলার চমরগাছা গ্রামের মৃত বদ্ধনাথ মহন্ত দাসের পুত্র শ্রী ঘেরু চন্দ্র দাসের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকাল ৫ টায় জরুরী কাজে সোনাতলা রেল গেইটে জনৈক মোবারক আলীর চায়ের স্টলের সামনে আসলে পারিবারিক কলহের জের ধরে চমরগাছা গ্রামের শ্রী সবুজ দাস ও মাসুদ রানা ঘেরু চন্দ্রকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। বাঁধা দিলে তারা পাশের পানের দোকান হতে চুন নিয়ে ঘেরুর মুখমণ্ডল ও মাথায় লেপিয়ে দেয় , কান ধরে উঠবোস করায় ও হুমকি দেয়।
এ ব্যাপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,‘একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে সংখ্যালঘু লাঞ্ছিতের ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মাইনোরিটি ওয়াচ-বগুড়া জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র স্বর্ণকার।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …