ইকবাল কবির লেমনঃ ‘কালো রাত্রির আঁধার কাটে মুক্তির আলোয়’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার সোনাতলায় সিঙ্গার শোরুমের উদ্যোগে শোরুমের সামনে মোমবাতি প্রজ্জ্বলন ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সিঙ্গার শোরুম সোনাতলা উপজেলা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গার শোরুম সোনাতলা শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম শাহীন, শপ স্টাফ মোঃ সানোয়ার হোসেন, মোঃ আরিফুল ইসলাম।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় সিঙ্গার শোরুমের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদ ও বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …