ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ বাংলাদেশ স্কাউটস, সোনাতলা উপজেলার আয়োজনে অনুষ্ঠিত দুইদিনব্যাপী ইউনিট লিডারদের স্কাউটিং বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ নিলুফার ইয়াছমিন,এল,টি ও অধ্যক্ষ, বয়ড়া বি এম এন্ড টেকনিক্যাল কলেজ এবং জনাব মোঃ আব্দুল ওয়াহেদ,এ এল টি, অধ্যক্ষ, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক এম এ হান্নান, প্রধান শিক্ষক মহসীনা বেগম, প্রভাষক বাবুল হোসেন, উপজেলা কাব লিডার আনিছুর রহমান
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২০০ জন শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …