বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকায় সড়ক দূর্ঘটনায় ফুল মিয়া (৪৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে গাবতলী উপজেলার পশ্চিম নতুর পাড়া গ্রামের মৃত রজিব উদ্দিন প্রামানিকের ছেলে।
রোববার দিবাগত রাতে ফুল মিয়া সৈয়দ আহম্মদ কলেজ বটতলা থেকে অটোভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে শিহিপুর বটতলা রেল ঘুমটি সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে পিছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২৫০৮ মক্কা-মদিনা নামক একটি মিনি বাস ওই অটো ভ্যান চালকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ফুল মিয়াকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। স্থানীয় লোকজন বাসটি আটক করলে পুলিশ এসে থানা হেফাজতে নিয়ে যায়। মিনিবাস চালক ও হেলপার পলাতক রয়েছে।
সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী দূর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।