বাঙালি বার্তা ডেস্কঃ শুক্রবার বিকেলে সোনাতলার উওর কালাইহাটা হিন্দু পাড়া হরিবাসরে আর্থিক অনুদান প্রদান করেন টিজিএসএস চেয়ারম্যান ও টিজিএসএস লিমিটেড এর এম ডি ছাইফুল ইসলাম । তিনি ওই মন্দির কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র জৈনর হাতে এ অনুদান তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন টিজিএসএস এর ম্যানেজার আবু নাসের, হিসাব কর্মকর্তা সবুজ মিয়া ও অফিস সহকারী আবু সুফিয়ান।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …