ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ শনিবার বিকেলে বগুড়ার সোনাতলায় ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে উত্তর কালাইহাটা-বালিয়াডাঙ্গা আব্দুল মান্নান ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। পরে সংসদ সদস্য আব্দুল মান্নান উত্তর কালাইহাটায় উন্নয়ন জনসভায় বক্তব্য রাখেন। তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সামসুল হক মণ্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মণ্ডল, সাধারণ সম্পাদক ঈশ্বর চন্দ্র জৈন ও তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন।
ব্রিজটি নির্মাণের মধ্য দিয়ে চরাঞ্চলের কয়েকলাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে আব্দুল মান্নান ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …