ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে দেয়া কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে নমুনা ফসল কর্তন করা হয়েছে। শনিবার সকালে সোনাতলা উপজেলার মধ্যদিঘলকান্দী গ্রামে এ নমুনা ফসল কর্তন করা হয়। মধ্যদিঘলকান্দী গ্রামের জনৈক আখতারুজ্জামানকে ভর্তুকি মূল্যে দেয়া এ কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে নমুনা ফসল কর্তনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউসুফ আলী ও কম্বাইন্ড হারভেস্টারের মালিক আখতারুজ্জামান।
উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ জানান,‘ এ কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ১ ঘন্টায় ২ বিঘা জমির ধান কর্তন করা যায়। ধানগুলো সংগে সংগে মাড়াই ও পরিস্কার অবস্থায় পাওয়া যাচ্ছে। আগে মেনুয়াল পদ্ধতিতে প্রতি বিঘার ধান কর্তনে সাড়ে তিন হাজার টাকা লাগলেও এখন এ মেশিনের মাধ্যমে লাগছে দুই হাজার টাকা, অর্থাৎ দেড় হাজার টাকা সাশ্রয় হচ্ছে। এছাড়াও সময় ও লোকবল কম লাগছে।’
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …