আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ সোমবার দিনব্যাপী সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলার হাটকরমজা, হুয়াকুয়া, চরপাড়া, ভেলুরপাড়া, রানীরপাড়া, কাবিলপুর ও সোনাতলা পৌর এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল বাংলাদেশে সুবর্ণ সময় হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। জাতীয় পার্টির আমলে ৮৫ হাজার গ্রামের সুষম উন্নয়ন হয়েছে।’ উন্নয়ন-অগ্রযাত্রার জন্য তিনি জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহŸান জানান। এ সময় তাঁর সাথে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুস সালাম বাবু, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলী খোকন, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব সফিকুল ইসলাম রতন, সোনাতলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জিয়াউল হক হাসু, সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির নেতা আবু হাসনাত বাবলা ও সোনাতলা উপজেলা জাতীয় পার্টি নেতা বাবুল।
প্রচ্ছদ / বগুড়ার খবর / বগুড়া-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ
Check Also
বগুড়ায় আমাদের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ আব্দুল ওয়াদু্দ,বগুড়া প্রতিনিধিঃ জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১২ …