ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ সদ্য সমাপ্ত সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য, বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. মিনহাদুজ্জামান লীটন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৪৮ হাজার, ৯ শ ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোটর সাইকেল প্রতীকধারী জিয়াউল হক লিপন পেয়েছেন ৫ হাজার ১ শ, ২১ ভোট। অ্যাড. মিনহাদুজ্জামান লীটনের বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বাঙালি বার্তা ডটকম সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা থিয়েটার সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থিয়েটার সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল এবং ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন। নেতৃবৃন্দ আশা করে অ্যাড. মিনহাদুজ্জামান লীটনের মতো সজ্জন ব্যক্তির হাতে সম্পন্ন হবে আধুনিক সোনাতলাকে অত্যাধুনিক করার অবশিষ্ট কাজ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটনকে অভিনন্দন
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …