ইকবাল কবির লেমনঃ সোনাতলা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও সৈয়দ আহম্মেদ কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নজবুল হক (৭৪) পরলোকগমন করেছেন। শুক্রবার বিকাল ৫টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না—রাজেউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকা মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আনোয়ার খান মর্ডান হাসপাতাল ও ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …