ইকবাল কবির লেমন,বাঙালি বার্তাঃ বুধবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মিনহাদুজ্জামান লীটনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুহেলী চক্রবর্তী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহেদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার রায়।
উল্লেখ্য, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে অ্যাড. মিনহাদুজ্জামান লীটনকে মনোনয়ন দেয়া হয়। পরে জেলা আওয়ামী লীগও একক প্রার্থী হিসেবে তার নাম কেন্দ্রে প্রেরণ করে। সর্বশেষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে দলীয় মনোনয়ন পত্র তুলে দেন। সে আলোকে দলীয় নেতৃবৃন্দ তার পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আজ এ মনোনয়নপত্র উত্তোলন করেন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. লীটনের পক্ষে মনোনয়নপত্র তুললেন দলীয় নেতৃবৃন্দ
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …