ইকবাল কবির লেমনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোববার সকালে সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ওইদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ ভবনে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রূম্পা, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, কৃষি অফিসার মাসুদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলাচনা সভা
Check Also
ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি কমিটি গঠন করা …