ইকবাল কবির লেমনঃ করোনার কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের সময়ে বগুড়ার সোনাতলা উপজেলার কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তার হাত প্রসারিত করলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও তাঁর সহধর্মিনী সাহানারা রহমান। তাঁরা “সোনাতলা উপজেলা মানবিক সহায়তা তহবিল” এ ৫০ হাজার ( পঞ্চাশ হাজার) টাকা প্রদান করেছেন। মানবিক সহায়তার জন্য প্রদত্ব এ সহায়তা গ্রহন করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম।
প্রবাসে থেকেও প্রত্যন্ত সোনাতলার মানুষের কথা ভেবে মানবিক সহায়তা প্রদান করায় সোনাতলার কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও তাঁর সহধর্মিনী সাহানারা রহমানকে কৃতজ্ঞতা-ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলা উপজেলা মানবিক সহায়তা তহবিলে ৫০ হাজার টাকা দিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমান দম্পতি
Check Also
শিবগঞ্জ থানার নবাগত ওসি সিরাজুল ইসলাম
কামরুল হাসান,শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সিরাজুল ইসলাম …