বাঙালি বার্তা ডেস্কঃ নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ১১ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সোনাতলা থিয়েটার। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদস্থ থিয়েটার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনাতলা থিয়েটারের সহ-সভাপতি ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন, সহ-সভাপতি ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল ও ভোর হলোর সভাপতি শাহাদত জামান শাহীন। অনুষ্ঠান সঞ্চালন করেন সোনাতলা থিয়েটারের সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …