মোশাররফ হোসেন মজনু, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে সোনাতলা পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে । পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে (রাজস্ব ও উন্নয়ন) ১৩ কোটি ১২লাখ ৪৬ হাজার ৮৫১ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে (রাজস্ব ও উন্নয়ন) ১২ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১৩ লাখ ১৬ হাজার ৮৫১ টাকা। রাস্তা উন্নয়ন,ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট,রাস্তা আলোকিত করণ,মশক নিধন,সীমানা পিলার নির্ধারণ এবং ডিজিটাল সেন্টার ও তথ্য সেবা কেন্দ্র স্থাপন ইত্যাদি উন্নয়নমূলক কাজ করার সিদ্ধান্ত নেয়া হয় বাজেটে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ শাহজাহান আলম,উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান,প্যানেল মেয়র তাহেরুল ইসলাম, সরকারি নাজির আখতার কলেজের প্রদর্শক (অব.) কাজী সারোয়ার জাহান, সহকারী রাজস্ব কর্মকর্তা (অব.) ফেরদৌস আলম মুকুল, পৌর কাউন্সিল আব্দুল হক বাবু, নিপুন আনোয়ার কাজল, জহুরুল ইসলাম মন্ডল শেফা, হারুন-অর-রশিদ, পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নূরুল ইসলাম পান্নু,সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু ও বেলাল হোসেন প্রমুখ। এর আগে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …