আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়া’র সোনাতলা পৌরসভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র ২ হাজার অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল ও ৪৫০ জন শ্রমিকের মাঝে ৫শ’ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই সোমবার সকালে সোনাতলা পৌর ভবনে প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু আকন্দের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের, পৌর কাউন্সিলর আব্দুর রহিম, আব্দুল হক বাবু, নিপুন আনোয়ার কাজল, হারুন অর রশিদ, ওয়াছিয়া আকতার রুনা, পৌর প্রকৌশলী আমিনুল ইসলাম, পৌর কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়োশনের সভাপতি নুরুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু।
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …