আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ করোনা মোকাবেলায় পৌর এলাকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়া মানুষগুলোর আনন্দ ভাগ করে নিতে পাশে দাড়ালেন সোনাতলা পৌরএলাকার পুরাতন বন্দরের আবুল আজাদ। বুধবার দুপুরে আগুনিয়াতাইড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আবুল আজাদের ব্যাক্তিগত উদ্যোগে ২শত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাবেক ছাত্রলীগ নেত্রী লিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতু, যুবলীগ নেতা উৎপল প্রমূখ।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলা পৌর এলাকায় আবুল আজাদের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাহাদারা মান্নান
Check Also
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী মতিন
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত …