বাঙালি বার্তা ডেস্কঃ শুক্রবার সোনাতলা প্রে্সক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনুর পিতা মরহুম কাজী সিরাজুল ইসলামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন বিকেলে সরকারি নাজির আখতার কলেজ সংলগ্ন সাংবাদিক মজনুর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাজী মাও.মোঃ মতিয়ার রহমান খাজির মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী শাহজাহান আলী বাদশা,মাও.নজরুল ইসলাম,মহরম আলী,সরকারি নাজির আখতার কলেজের পেশ ইমাম মহসিন আলী আকন্দ, উপজেলা হিসাব রক্ষণ অফিসের অফিস সহকারী আব্দুল জলিল ও মাইটিভি’র সাংবাদিক ইমরান হোসাইন লিখনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …