সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা প্রেসক্লাবে স্থানীয় অফিসার্স ক্লাব প্রদত্ব আসবাবপত্র হস্তান্তর উপলক্ষে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সোনাতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল। সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ পপি খাতুন, উপজেলা কৃষি অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম। বক্তব্য রাখেন সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, লতিফুল ইসলাম, কাজী হাবিবুর রহমান, প্রভাষক রবিউল ইসলাম সাজু, প্রভাষক ইকবাল কবির লেমন, রিমন আহম্মেদ বিকাশ ও জাহিনুর ইসলাম। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোনাতলা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য বসার রাউন্ড টেবিল ও প্রয়োজনীয় চেয়ার প্রেসক্লাবের অনুকূলে হস্তান্তর করা হয়।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলা প্রেসক্লাবে অফিসার্স ক্লাব প্রদত্ব আসবাবপত্র হস্তান্তর উপলক্ষে মতবিনিমিয় সভা
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …