বাঙালি বার্তা ডেস্কঃ আগামী ১৪ জুন সোনাতলা প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার প্রেসক্লাবের কার্যনির্বাহী পদে মনোনয়নপত্র উত্তোলন করলেন আগ্রহী প্রার্থীরা। সোনাতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু ও আনারুল ইসলাম লিটন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রেসক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল ও যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় সোনাতলা প্রেসক্লাবের আহ্বায়ক প্রভাষক ইকবাল কবির লেমন, যুগ্ম আহ্বায়ক লতিফুল ইসলামসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …